Search This Blog

বিট হ্যাজার্ড

Tuesday, August 16, 2011

বিট হ্যাজার্ড: নেচে নেচে শত্রু নিধন করুন।

http://images10.newegg.com/ProductImageCompressAll300/32-747-127-02.jpg
আপনি যদি গেমের ভুবনের নিয়মিত পথচারী হন তাহলে বিট হ্যাজার্ডের মত কোনো গেম এরই মধ্যে খেলে ফেলেছেন বলে ধারণা করছি। এটি হচ্ছে ডাউনলোডেবল একটি গেম, যেখানে ছোট্ট একটি স্পেসশিপকে আপনার চালিয়ে নিতে হবে। চলার পথে গ্রহাণু আর নানারকম বিপদ আপদ সামনে পড়বে, সেগুলোকে গোলা মেরে উড়িয়ে দিয়ে পথ করে নিতে হবে।

বিট হ্যাজার্ড-এর আগে শত শত গেম এই একই ফর্মুলা ব্যবহার করেছে, তবে এত গেমের ভিড়েও এটি একটুখানি ব্যতিক্রম কারণ এর গেমপ্লে আপনার ইমপোর্ট করা মিউজিক ট্র্যাকের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে চলতে থাকবে।এর ফলে সৃষ্টি হয় নজরকাড়া এক বৈচিত্র্যের, আর গেম খেলার সঙ্গে সঙ্গে গেমের তালে তালে নিজের প্রিয় সঙ্গীতশিল্পীদের মিউজিক শোনার দুর্লভ অভিজ্ঞতার ভাগীদার হতে পারেন আপনি। বিট হ্যাজার্ড প্রথাগত অনেকগুলো অডিও ফাইল টাইপ সমর্থন করে, আবার গেমের সঙ্গে নিজস্ব চমৎকার সাউন্ডট্র্যাকও আছে। আপনার স্পেসশিপের গুলি গোলা ছোড়ারও নিজস্ব ছন্দ আছে, আপনার নিজের ঠিক করে দেয়া ছন্দে গুলি ছুড়তে পারবেন, অনেকটা নাচতে নাচতে কাজ করার মত! প্রতিটি মিউজিক ট্র্যাকের সঙ্গে মহাশূন্যের পাথর, অতর্কিতে আক্রমন করা ভিলেন আর অশুভ শক্তির স্পেসশিপগুলোর ধরন পাল্টে যাবে।
মিউজিকের তালে তালে আনার পরিবেশ বদলে যাবে এই গেমের।

মিউজিকের তালে তালে আনার পরিবেশ বদলে যাবে এই গেমের।

এ গেম খেলে সবচেয়ে বেশি মজা পাবেন জয়স্টিক ব্যবহার করলে। এ ধরনের বেশির ভাগ গেমের মত, বামদিকের স্টিক ব্যবহার করে লক্ষ্যস্থির করবেন এবং ডানদিকের স্টিক ব্যবহার করে গুলি ছুড়বেন। জয়স্টিকের বদলে কিবোর্ড আর মাউস দিয়েও কাজ সারতে পারেন। তবে তত বেশি মজা পাবেন না।
http://www.spieleradar.de/uploads/screenshots/08/beat-hazard-pc-2v2_resized_1020_wm.jpg
মিউজিকের ছন্দটি যদি চটুল এবং দ্রুতলয়ের হয় তাহলে খেলার মধ্যেও দ্রুততা এবং উপভোগ্যতা বেশি আসবে। কাজেই মোজার্ট বা বিটোভেনের ক্লাসিক সুরের সঙ্গে খেলার ইচ্ছে থাকলে ভুলে যান। তার পরিবর্তে আধুনিক এবং চটুল কোনো সুরকেই বেছে নিন। মিউজিক যতই গভীরতা পেতে পেতে চূড়ান্ত ক্লাইমেক্সের দিকে এগিয়ে যাবে, আপনার স্টেসশিপের লেজার গানও ততই শক্তিমত্তা অর্জন করবে। এর ফলে যুদ্ধের গর্জন আর গোলাগুলির উৎসবে যে জমজমাট অবস্থার সৃষ্টি হবে সেটা ভাষায় প্রকাশ করা কঠিন। বারবার পরিবর্তিত হতে থাকা রঙ আর ব্যাকগ্রাউন্ড ভিজুয়ালাইজেশন কখনো কখনো বড় বেশি গোলমাল পাকিয়ে ফেলবে, তবে খেলা চালিয়ে যেতে কোনো সমস্যা হবে না।

যুদ্ধপদ্ধতির কথা বিচার করলে অবশ্য গেমটাতে তেমন কোনো উদ্ভাবনী নতুনত্ব নেই। মাত্র কয়েক ধরনের শত্রু আছে, কাজেই ‘জিওমেট্রি ওয়ারস টু’ ধরনের গেমের মত একাধিক মোড এবং শত্রু-বৈচিত্র্য এখানে আশা করা ঠিক হবে না। এ গেমের মূল আকর্ষণই হল আপনার বেছে নেয়া মিউজিকের সঙ্গে গেমটি খাপ খাইয়ে নেয়। একেক বার একেক টিউনের সঙ্গে গেমটি খেলে গেমের বৈচিত্র্য পুরোপুরি উপভোগ করে নেয়ার আমন্ত্রণ রইল। হাজারও গেমের ভিড়ে একটু অন্য রকমের গেম ‘বিট হ্যাজার্ড’। ভাল লাগবে সবার।

গেমটির সিস্টেম রিকয়্যারমেন্টস

অপারেটিং সিস্টেম: উইন্ডোজ এক্সপি, ভিস্তা, সেভেন।

সিপিইউ: ২.০ গিগাহার্টজ প্রসেসর।

মেমোরি: ৫১২+ মেগাবাইট মেমোরী।

হার্ড ডিস্ক স্পেস: ৪০+ মেগাবাইট ফ্রি হার্ড ড্রাইভ স্পেস।

ভিডিও কার্ড: ১২৮ মেগাবাইট ভিডিও মেমোরি।

সাউন্ড: ডিরেক্টএক্স কমপ্যাটিবল সাউন্ড

ইনপুট: মাউস ও কিবোর্ড অথবা এক্সবক্স ৩৬০ কন্ট্রোলার

0 comments:

Post a Comment