সিঙ্গুলারিটি: সময়ের আবর্তনে ঘুরপাক খাবার একটি গেম।
কোনো কোনো গেমে আবেগনির্ভর একটা গল্পকে সুন্দর সুন্দর চরিত্র আর গ্রাফিক্স ও সাউন্ড-এর সুচারু বিন্যাসের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। এ ধরনের গেম খেললে গেমের চরিত্রগুলোর মানসিক টানাপোড়েন, তাদের পরিণতি এসব আমাদের ভাবায়।
কিন্তু সিঙ্গুলারিটি সে ধরনের গেম নয়। এই ফার্স্ট পারসন শ্যুটার গেমের মূল ফোকাসই হচ্ছে শটগানের গুলিতে ভয়ঙ্কর চেহারার মিউট্যান্টদের থোঁতা মুখ ভোঁতা করে দেয়া এবং টাইম ট্রাভেল তথা সময় পরিভ্রমণ নিয়ে নানারকমের কারিকুরি দেখানো। এর মধ্যে কাসিক গেমের উপযোগী গভীর কোনো বার্তা খোঁজার চেষ্টা করলে ভুল করবেন। এটি আসলে খেলার পুরো সময়টাকে উপভোগ্যতায় ভরিয়ে দিয়ে মনকে গেম-আনন্দে পরিপূর্ণ করে তোলারই এক প্রয়াস। এ গেমের যাবতীয় ঘটনাবলীর মূলে রয়েছে কাল্পনিক এক রাশিয়ান দ্বীপ, যার নাম কাটোরগা-১২।
এই গেমের আপনার ভূমিকা হচ্ছে নেট রেংকো নামে এক আমেরিকান যোদ্ধার। আপনাকে রহস্যময় এই দ্বীপে পাঠানো হয়েছে এ দ্বীপ থেকে তেজস্ক্রিয় রশ্মির বিচ্ছুরণ ঘটছে বলে যে খবর বেরিয়েছে সেটি তদন্ত করে দেখার জন্য। তদন্তের এক পর্যায়ে আপনি দেখতে পান, সোভিয়েতরা এলিমেন্ট ৯৯ বা ই৯৯ নামে একটি শক্তিশালী তেজস্ক্রিয় পদার্থ নিয়ে প্রায় পঞ্চাশ বছর ধরে গবেষণা চালিয়ে আসছে, তবে গবেষণা খুব একটা সাফল্যমতি হচ্ছে বলে মনে হচ্ছে না। পরে আবিস্কার হয়, রাশিয়ানরা আসলে এক কাল থেকে অন্য কালে কীভাবে চলে যাওয়া যায় সেটি নিয়েই গবেষণা করছে।
নাটকীয় একটি ক্র্যাশ ল্যান্ডিং-এর পর আপনি জড়িয়ে পড়েন টাইম ট্রাভেলিং-এর রহস্যময় ঘূর্ণাবতের মধ্যে। এই ঘূর্ণাবর্তে পড়ে
আপনি ২০১০ আর ১৯৫৫ সালের মধ্যে আসাযাওয়া করতে থাকেন।
অবশ্য টাইম ট্রাভেল-এর চাইতেও আরো চাঞ্চল্যকর আরেকটি ঘটনাই পরবর্তীতে মুখ্য হয়ে ওঠে, আর তা হচ্ছে, আপনি টাইম ম্যানিপুলেশন ডিভাইস বা টিএমডি নামে একটি অসীম শক্তিশালী ডিভাইস হস্তগত করে ফেলেন। আপনার বাম হাতের সঙ্গে এ ডিভাইসটিকে আটকে নেবার পর আপনি সময় নিয়ে রীতিমত যা খুশি করার মতার অধিকারী হয়ে যান। একটি বিশাল আকৃতির বুদ্বুদ ফেলে দিলেই তার মধ্যে যা-ই পড়ে তার গতি অসম্ভব স্লথ হয়ে যায়।
আপনি ইচ্ছে করলেই শত্রু সৈন্যদের বয়স এমনভাবে বাড়িয়ে দিতে পারেন যে বৃদ্ধ হতে হতে একসময় মরে তারা ধূলোয় পরিণত হয়। আবার ঘড়িকে উল্টে দিয়ে ধ্বসে যাওয়া একটা সিঁড়িকে তার আগের রূপে ফিরিয়ে আনতেও পারেন। এভাবেই নিজের অবিশ্বাস্য এই শক্তিকে ব্যবহার করে করে গেমের মধ্যে এগিয়ে যেতে হবে আপনাকে।
গেমের শুরু থেকেই অন্য সব শ্যুটার গেমের সঙ্গে সিঙ্গুলারিটি গেমের প্রচুর মিল খুঁজে পাবেন। বিভিনড়ব বস্তু ধরে সেগুলোকে এদিক সেদিক ছুড়ে ফেলার সঙ্গে ‘হাফ লাইফ টু’ গেমের মিল পাবেন। আবার গেমের বিভিন্ন অংশে শোনা অডিও রেকর্ডিং ‘বায়োশক’ গেমের কথা মনে করিয়ে দেবে। তবে দিনের শেষে সিঙ্গুলারিটি নিজের স্বাতন্ত্র্যে উদ্ভাসিত। খেলুন। ভাল লাগবে।
সিস্টেম রিকয়ারমেন্ট:
অপারেটিং সিস্টেম: উইন্ডোজ এক্সপি, ভিস্তা, সেভেন।
সিপিইউ: ইন্টেল পেন্টিয়াম ডুয়াল কোর, ২.৮ গিগাহার্টজ প্রসেসর।
রা্ম: ১ গিগাবাইট (উইন্ডোজ এক্সপি), ২ গিগাবাইট (উইন্ডোজ ভিস্তা)
ভিজিএ: থ্রিডি হার্ডঅয়্যার অ্যাকসিলারেটর কার্ড, ১০০% ডিরেক্টএক্স ৯.০ কমপাটিবল ২৫৬ মে.বা. ভিডিও কার্ড এবং ড্রাইভার।
হার্ড ডিস্ক স্পেস: ৮ গিগাবাইট ফ্রি হার্ড ড্রাইভ স্পেস।
সাউন্ড: ১০০% ডিরেক্টএক্স ৯.০ কমপাটিবল।
নেটওয়ার্ক: ৫১২ কিলোবাইট/সেকেন্ড আপস্ট্রিম ইন্টারনেট কানেকশন অনলাইন মাল্টি প্লেয়ার গেমের জন্য।
0 comments:
Post a Comment