Search This Blog

ভি এল সি প্লেয়ার সার্ভার থেকে ভিডিও স্ট্রিমিং করুন

Tuesday, August 16, 2011


ভিডিও স্ট্রিমিং করুন ভি এল সি প্লেয়ার সার্ভার থেকে।

ভিডিও স্ট্রিমিং ভি এল সি সার্ভার ভিডিও স্ট্রিমিং বা স্ট্রিমিং ভিডিও যাই বলুন না কেন, অনেকেই ইদানীং এদিকে ঝুঁকছেন। স্ট্রিমিং ভিডিও মানে হল চলমান ছবির একটি সিকোয়েন্স যেগুলোকে কমপ্রেসড ফরম্যাটে ইন্টারনেটের মাধ্যমে পাঠানো হয় এবং গন্তব্যে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই এগুলোকে প্রদর্শন করা হয়। স্ট্রিমিং ভিডিও বা স্ট্রিমিং মিডিয়ার সুবাদে একজন ওয়েব ইউজারকে ভিডিও দেখা বা অডিও শোনার জন্য বিরাট কোনো ফাইল ডাউনলোড হবার জন্য অপেক্ষা করে বসে থাকতে হয় না। তার পরিবর্তে মিডিয়াকে ধারাবাহিক একটি স্ট্রিম হিসেবে পাঠানো হতে থাকে এবং গন্তব্যে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই এটিকে প্রদর্শন করা হয়।


এ কাজটি করার জন্য ব্যবহারকারীর দরকার হয় একটি প্লেয়ার, যা ভিডিও ডাটা আনকমপ্রেস এবং প্লে করার জন্য তৈরি একটি বিশেষ প্রোগ্রাম। এ প্লেয়ারটি ব্রাউজারের অবিচ্ছেদ্য অংশ হতে পারে, অথবা সফটঅ্যার নির্মাতার ওয়েব সাইট থেকেও একে আলাদাভাবে ডাউনলোড করে নেয়া যেতে পারে।

এ মুহূর্তের সবচেয়ে জনপ্রিয় মিডিয়া প্লেয়ারের মধ্যে ভিএলসি মিডিয়া প্লেয়ার একটি। এটি কেবল সর্বাধিক প্রচলিত ভিডিও ফরম্যাটগুলোকে সাপোর্ট এবং এক ফরম্যাট থেকে অন্য ফরমাটে কনভারশনই করে না, এর মধ্যে বিল্ট ইন আছে একটি ভিডিও স্ট্রিমিং সার্ভারও। এজন্য ব্যবহারকারীর প্রয়োজন হবে ভিডিও ফাইল বা ভিডিও ক্যাপচার ডিভাইস এবং অনলাইনে ভিডিও সম্প্রচার শুরুর করার জন্য কয়েকটা মাউস কিক।

এখানে আজ দেখানো হবে কিভাবে ভিএলসি মিডিয়া পেয়ার ব্যবহার করে স্থানীয়ভাবে তৈরি করা ভিডিও কনটেন্ট স্ট্রিমিং করা যায়। এজন্য সবার আগে আপনাকে যা করতে হবে তা হল, ভিএলসি প্লেয়ারের (VLC player) একেবারে সাম্প্রতিক ভারসনটি www.vlc-media-player.en.softonic.com ওয়েব ঠিকানা থেকে ডাউনলোড করে যে কম্পিউটার থেকে আপনার কনটেন্টগুলো স্ট্রিমিং করতে চান সেটিতে ইনস্টল করা। ইনস্টলেশনের পর মিডিয়া>স্ট্রিম লেখায় ক্লিক করুন। এতে ওপেন মিডিয়া নামে একটি উইন্ডো আসবে, যাতে উপর দিকে থাকবে চারটি ট্যাব। যে উৎস থেকে স্ট্রিমিং করতে চান তার ওপর ভিত্তি করে আপনাকে ট্যাব সিলেক্ট করতে হবে।

এখানে যে উদাহরণ দেখানো হযেছে তাতে আমরা স্থানীয় একটি ফাইল বা লোকাল ফাইল স্ট্রিমিং করব। ফাইল ট্যাবে কিক করুন, এবার যে কনটেন্ট স্ট্রিম করবেন সেটি অ্যাড করার জন্য কিক করতে হবে এ্যাড-এ। এবার নিউ ডেস্টিনেশন-এর সামনে যোগ করুন ডেস্টিনেশন এবং পোর্ট (১৯২.১৬৮.৫.৫৮:১২৩৪) অথবা আপনার যে আই পি টি আছে, সেটি। সার্ভার অ্যাড্রেস অ্যাড করার জন্য কিক করুন এ্যাড বাটনে। ট্রান্সকোডিং অপশনে উপযুক্ত কোডেক বাছাই করে কিক করুন নেক্সট>স্ট্রিম-এ। এবার স্ট্রিমিং উইন্ডোকে ক্যাপচার করার জন্য উইন্ডোজ মিডিয়া পেয়ার বা ভিএলসি প্লেয়ার ওপেন করুন।

যদি প্রথমটা করেন তাহলে ফাইল>ওপেন ইউ আর এল এ কিক করে আপনার স্ট্রিমিং সার্ভার অ্যাড্রেস (১৯২.১৬৮. ৫.৫৮:১২৩৪) অ্যাড করুন।

কাজ শেষ। আর ভিএলসি-র ক্ষেত্রে মিডিয়া>ওপেন মিডিয়া স্ট্রিম-এ কিক করুন। এবার অ্যাড্রেসের পাশাপাশি প্রটোকলও সংযুক্ত করুন এবং প্লে করা শুরু করুন।

মিডিয়া ফাইলের পাশাপাশি ইনস্টল করা ভিডিও ক্যামেরা থেকেও সরাসরি লাইভ ভিডিও স্ট্রিমিং করা সম্ভব। এটি করতে হলে ভি এল সি মিডিয়া প্লেয়ার ওপেন করে মিডিয়া>স্ট্রিম>ক্যাপচার ডিভাইস এ যান এবং ভিডিও ডিভাইস নেম-এর সামনে উপযুক্ত ক্যাপচারিং ডিভাইস সিলেক্ট করে দিন। মিডিয়া কনটেন্ট স্ট্রিম করার জন্য ভি এল সি মিডিয়া প্লেয়ার স্টার্ট করে মিডিয়া>স্ট্রিম এর ওপর কিক করুন। প্রথম ট্যাবটি সিলেক্ট করে এ্যাড-এর ওপর কিক করে স্থানীয়ভাবে স্টোর করা মিডিয়া অ্যাড করুন। স্ট্রিমিং সার্ভারের ডেস্টিনেশন অ্যাড করুন ।

নিউ ডেস্টিনেশন এর সামনে HTTP protocol সিলেক্ট করুন। এবার লোকাল অ্যাড্রেস উল্লেখ করার জন্য কিক করুন এ্যাড-এ। অন্যরাও (ক্লায়েন্ট) যাতে সংযুক্ত হতে পারে সে জন্য স্ট্রিমিং সার্ভারের ঠিকানা অ্যাড করতে হবে। এ উদাহরণে আমরা কম্পিউটারের স্থানীয় ফিক্সড আইপি অ্যাড করেছি।

এক উইন্ডো থেকে সিলেক্ট করুন ট্রান্সকোডিং অপশন। এখানে ব্যবহার করা হয়েছে WMV+WMA । স্ট্রিমিং সার্ভার থেকে মিডিয়া স্ট্রিমিং ক্যাপচার করার জন্য একই নেটওয়ার্কে সংযুক্ত সার্ভারে ভিএলসি প্লেয়ার প্রোগ্রামটি ওপেন করুন। এবার মিডিয়া>ওপেন নেটওয়ার্ক স্ট্রিম এ কিক করুন।

স্ট্রিমিং সার্ভারের অ্যাড্রেস এবং প্রটোকল অ্যাড করার পর কিক করুন প্লে বাটনের ওপর এবং আপনার স্ট্রিম করা ভিডিও উপভোগ করতে শুরু করুন। একইভাবে উইন্ডোজ মিডিয়া প্লেয়ারে সার্ভার থেকেও স্ট্রিম ভিডিও ওপেন করতে পারেন। ফাইল>ওপেন ইউআরএল এর ওপর ক্লিক করুন এবং প্রটোকলসহ অ্যাড্রেস অ্যাড করার পর প্লে করতে শুরু করুন। ভিএলসি থেকে লাইভ ক্যামেরা স্ট্রিম করার জন্য মিডিয়া > স্ট্রিম>ক্যাপচার ডিভাইস-এ যান এবং ভিডিও ডিভাইস নেম থেকে ডিভাইস সিলেক্ট করুন।

আশা করা য়ায় তথ্যগুলো কাজে আসবে আপনার।

0 comments:

Post a Comment