আপনার পিসি আগের চেয়ে অনেক দ্রুত কাজ করবে: পিসি অপটিমিজেশন রিভিউ
আজকের আর্টিকেলে আমি মূলত “পিসি অপটিমিজেশন” কেন এত গুরুত্বপূর্ণ এবং এর প্রয়োগটা আমরা কিভাবে করতে পারি সে বিষয়ে আলোচনা করব।আমি মোটামুটি সাত বছর থেকে বিষয়টার সাথে জড়িত আছি।WINDOWS95,WIDOWS98 এর সময় পিসি অপটিমিজেশনের ক্ষেত্রে NORTON UTILITIES অনেক জনপ্রিয় ছিল।তবে XP আসার পর থেকে আমরা আরো অনেক নতুন নতুন অপটিমিজেশন সফটওয়্যার পেয়েছি।আর XP-র ক্ষেত্রে NORTON UTILITIES সে ভাবে কাজ করে না যতটা আগের WINDOWS VERSION এর ক্ষেত্রে কাজ করতো।
ব্যক্তিগতভাবে আমরা যারা কম্পিউটার চালাই আমাদের আসলে অনেক এ্যাপ্লিকেশন চালাতে হয়।এই কারণে আমাদের এমন একটা TOOLS এর প্রয়োজন যা শুধু প্রয়োজনীয় সফটওয়্যারগুলো লোড করবে এবংঅপ্রয়োজনীয় সফটওয়্যারগুলো আনলোড করে পিসির গতিকে দ্রুত করবে।তবেসমস্যা হচ্ছে,পাসোর্নাল কম্পিউটার ব্যবহারকারিরা এমন সফটওয়্যার চায় যা অনেক দ্রুত কাজ করবে এবং যা চালাতে “PROFESSIONAL KNOWLEDGE” এর কোন প্রয়োজন হবে না।
কম্পিউটার অপটিমিজেশনের ক্ষেত্রে সফটওয়্যার অনেক গুরুত্বপূর্ণ কিন্তু আমরা হার্ডওয়্যার এর বিষয়টাকে মোটেও অবহেলা করতে পারি না।
বিশেষ করে PC OVER CLOCK(CPU & MEMORY Over Clock) অনেক গুরুত্বপূর্ণ।
ব্যক্তিগতভাবে আমরা যারা কম্পিউটার চালাই আমাদের আসলে অনেক এ্যাপ্লিকেশন চালাতে হয়।এই কারণে আমাদের এমন একটা TOOLS এর প্রয়োজন যা শুধু প্রয়োজনীয় সফটওয়্যারগুলো লোড করবে এবংঅপ্রয়োজনীয় সফটওয়্যারগুলো আনলোড করে পিসির গতিকে দ্রুত করবে।তবেসমস্যা হচ্ছে,পাসোর্নাল কম্পিউটার ব্যবহারকারিরা এমন সফটওয়্যার চায় যা অনেক দ্রুত কাজ করবে এবং যা চালাতে “PROFESSIONAL KNOWLEDGE” এর কোন প্রয়োজন হবে না।
কম্পিউটার অপটিমিজেশনের ক্ষেত্রে সফটওয়্যার অনেক গুরুত্বপূর্ণ কিন্তু আমরা হার্ডওয়্যার এর বিষয়টাকে মোটেও অবহেলা করতে পারি না।
বিশেষ করে PC OVER CLOCK(CPU & MEMORY Over Clock) অনেক গুরুত্বপূর্ণ।
0 comments:
Post a Comment