Search This Blog

ডাউনলোড ম্যানিয়া !!!

Tuesday, August 16, 2011


ডাউনলোড ম্যানিয়া: মুভি, গেমস সহ আরও কত কি.. ডাউনলোড।

ডাউনলোড ম্যানিয়াতে পেয়ে বসেছে যেন বাংলাদেশের নেট ইউজারদের। সাবমেরিন কেবলের সংযোগ ও দিনকে দিন ব্যান্ডউইথ এর দাম কমে যাবার কারনে অনেকেই আর তাদের ডাউনলোড মেগাবাইটে হিসাব করেন না। গিগাবাইট কিংবা টেরাবাইটেও হিসেব করেন এমন মানুষও আছেন বাংলাদেশে। কি ডাউলোড করেন তারা? অনেকে আছেন ডাউনলোড করতে বসলে খুজেই পান না কি ডাউনলোড করবেন। আবার অনেকে আছেন মাথা চাপড়ান কেন তার নেট স্পীড এত কম। কতকিছু যে ডাউনলোড করার আছে তার সন্ধানে!

যারা নেট থেকে অনেক কিছু ডাউনলোড করতে চান কিন্তু জানেন না কিভাবে বা কোথা থেকে ডাউনলোড করতে হবে, তাদের জন্যে এই লেখা। নেটে অনেক কিছু ডাউনলোডের জন্যে পাওয়া যায়। কিন্তু তাদের মধ্যে বেশিরভাগই বেআইনী ভাবে আপলোড করে দেয়া হয়। মনে করুন আপনার কাছে কিছু মুভি আছে যেগুলোর অরিজিনাল ডিস্ক আপনি অনেক দাম দিয়ে বাজার থেকে কিনে এনেছেন। আপনি চাইলেন সেগুলো আরও কাউকে দিতে। আপনি সেগুলো এ ভি আই কিংবা এম কে ভি ফরম্যাটে কনভার্ট করে নেটে আপলোড করে দিলেন। এখন যে কেউ লিংক জানা থাকলে এগুলো ডাউনলোড করে দেখতে পারবে।


এভাবেই নেটের বেশিরভাগ সংগ্রহ তৈরি হয়েছে। কোন প্রতিষ্ঠান নয়, বরং অনেক মানুষের অনেক কনট্রিবিউশনের ফলে এই বিশাল সংগ্রহ তৈরি হয়েছে। তাদের এই সংগ্রহ সবার মাঝে ছড়িয়ে দেবার জন্যে ফাইলগুলো হোস্ট করছে নানা রকম ফাইল শেয়ারিং সাইট। যেমন র‌্যাপিড শেয়ার, মেগা আপলোড, মিডিয়া ফায়ার, হটফাইল ইত্যাদি। আপনি চাইলে খুব সহজেই তাদের সাইটে গিয়ে আপনার ফাইলগুলো তাদের সার্ভারে আপলোড করে দিতে পারেন। এরপরে আপনি পাবেন একটি লিংক। যেটা আপনি যে কারও সাথে শেয়ার করতে পারেন। লিংক জানা থাকলে যে কেউ সেই লিংক ব্যবহার করে সেই ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন। বিভিন্ন ডাউনলোডিং সাইট গুলো এভাবেই তাদের বিশাল ডাউনলোড কনটেন্ট তৈরি করেছে।

আজ আপনাদের কয়েকটি ফাইল শেয়ারিং সাইট এর কথা জানাবার পাশাপাশি অনেকগুলো ওয়েবসাইটের ঠিকানা দেয়া হবে যেখান থেকে আপনারা নানা রকম কনটেন্ট যেমন মুভি, টিভি সিরিজ, গেম, ই-বুক, গান সফটয়্যার সহ অন্যান্য অনেক কিছুই ডাউনলোড করতে পারবেন।

র‌্যাপিড শেয়ার (http://www.rapidshare.com): বিনামুল্যে ডাউনলোড এর জন্যে সবথেকে পুরাতন ও সবথেকে জনপ্রিয় একটি ফাইল শেয়ারিং/ ফাইল হোস্টিং সাইট। গুগলের হিসাব মতে এই সাইটটি প্রায় ১৪৭০০০০০ ফাইল লিংক ধারন করে। আপনার চাহিদার প্রায় সবকিছুই আপনি এর থেকে পেতে পারেন। তবে এর পুরো সুবিধা পেতে হলে আপনাকে হতে হবে একজন প্রিমিয়াম একাউন্টধরী হতে হবে। ফ্রি ইউজারদেরও ডাউনলোড সুবিধা দেয়া হয়। তবে এত বেশি বিধি নিষেধ আরোপ করা হয় যে অনেকের কাছেই বিরক্তির কারন হয়ে দাড়ায়। একটি ডাউনলোড করার পরে পরের ডাউনলোড করার জন্যে আপনাতে এক ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। বাংলাদেশে অনেক আইটি ফার্মই র‌্যাপিডশেয়ার প্রিমিয়াম মেম্বার অ্যাকাইন্ট অফার করছে। আপনি আইট ম্যাগাজিন গুলোতে চোখ রাখতে পারেন।

মেগা আপলোড (http://www.megaupload.com): একটি ভাল ফাইল শেয়ারিং সাইট। একটি আইপি অ্যাড্রেস থেকে প্রতিদিন আপনি এক গিগাবাইট ডাউনলোড করতে পারবেন। তার বেশি চাইলে আপনাকে প্রিমিয়াম মেম্বারশীপ নিতে হবে। র‌্যাপিডশেয়ার বা অন্যান্য ফাইল শেয়ারিং সাইটগুলো সর্বোচ্চ ২০০ মেগাবাইট সাইজের ফাইল আপলোড করতে দেয়, যেখানে মেগা আপলোড এক গিগা পর্যন্ত অফার করে।

হট ফাইল (http://www.hotfile.com): বেশ দ্রুত সংগ্রহ বাড়ছে এমন একটি ফাইল শেয়ারিং সাইট হট ফাইল। অনলাইনে ফাইল জমা করে রাখার জন্যে বেশ ভাল একটি সাইট। বিশেষ সুবিধা আছে রিমোট আপলোড। এটা ব্যবহার করে আপনি অন্য কোন ওয়েব সাইটের ডাউনলোড লিংক দিয়ে ফাইলটি হটফাইলের সার্ভারে আপলোড করতে পারবেন। ফাইল অনেক বড় হলেও সময় লাগবে মাত্র মিনিট খানেকই। পরে আপনি সেই ফাইল হটফাইল থেকে ডাউনলোড করে নিতে পারবেন অথবা শেয়ার করে দিতে পারেন অন্য কোথাও। তাদের সাইট ব্যবহার করে ফাইল শেয়ারিং উৎসাহিত করার জন্যে হট ফাইল কোন ইউজারের আপলোড করা ফাইলে প্রতি হাজার ডাউনলোড এর জন্যে আকার ভেদে ৫, ১০, ১৫ ডলার দিয়ে থাকে। এটা একটা অনলাইন আয়ের উৎস হতে পারে।

মিডিয়া ফায়ার (http://www.mediafire.com): সাধারণ ডাউনলোডার যারা, যাদের ডাউনলোড করার জন্যে পয়সা খরচ করে প্রিমিয়াম মেম্বারশীপ নেবার কোন ইচ্ছা নেই, তাদের জন্যে আদর্শ বিশেষ মিডিয়া ফায়ার সাইটটি। র‌্যাপিডশেয়ার কিংবা মেগাআপলোড এর মত সাইটগুলো যে সার্ভিস দেয় পয়সার বিনিময়ে, সেই মানের সার্ভিস তারা দিয়ে থাকে সম্পুর্ন ফ্রি। আপনি পাশাপাশি দশটি বা তারও বেশি ডাউনলোড একই সাথে করতে পারবেন তাদের কাছ থেকে অত্যন্ত উচ্চগতিতে। একটি শেষ না হলে আর একটি শুরু করতে পারবেন না, অন্য সাইটগুলোর মত এভাবে অপেক্ষা করতে হবে না। আপনাকে কোন ব্যন্ডউইথ লিমিটও দেয়া হবে না। অনায়াসে তাদের ফ্রি অ্যাকাউন্ট ব্যবহার করে আপনি নিজের প্রয়োজনীয় ফাইলগুলো অনলাইন সার্ভারে লোড করে রাখতে পারবেন। যেকোন জায়গা থেকে অ্যাকসেস করতে পারবেন নেট সুবিধা থাকলেই।

নিচে কিছু সাইটের ঠিকানা দেয়া হল যারা এই ফাইল শেয়ারিং সাইটগুলো ও আরও কিছু অন্যান্য সাইট ব্যবহার করে আপনাকে অনেক কিছু ডাউলোড এর সুযোগ করে দেবে।

http://www.mediafirelinksdownloads.com/
http://7download.info/
http://www.superdownloadplace.com
http://www.yourpcmovies.net/
http://mediafirelinks.net/
http://www.mediafirelinksdownload.com/
http://www.mediafirefilms.com/
http://www.mediafiredownload.org/
http://themoviescollection.blogspot.com/
http://mediafiremoviez.com/
http://www.namln.com/
http://www.downarchive.com
http://www.redown.com/
http://www.downloadsnhacks.net/
http://linxdown.net/
http://whynotdownload.com/
http://www.downloadmfmovies.com/
http://www.centralddl.com/
http://www.urgrove.com/
http://www.alivedownload.com/
http://prashdownload.com/
http://www.ddlsite.com/
http://indexdownload.com/
http://www.getindianstuff.com/
http://www.heroturko.org/
http://www.moviesnhacks.com/
http://hindimoviesdownload.co.cc/
http://www.cyberload.tk/
http://www.sfbkk.com/
http://www.twistysdownload.com/
http://www.downloadfree.net/
http://www.rslinks.org/
http://prashdownload.com/
http://www.beck007.com/
http://moviesdownloadsmania.blogspot.com/
http://www.downloadallmovies.com/
http://downloadme.net/
http://www.downloadrepertoir.info/
http://downloadbox.org/
http://www.redown.com
http://terabitwarez.com/
http://www.igotfile.com/
http://www.ddlsite.com/
http://www.dltalk.com/
http://www.bamddl.com/
http://www.paldl.com
http://www.archivetr.net/
http://downloadist.com/
http://www.wierdwalker.com/
http://www.alldownloadgames.com/
http://www.gamezdl.com/
http://elj-games.blogspot.com/
http://www.yrtop.info/
http://downloadfullgames.org/
http://www.gamedl.in/
http://mfgame.co.cc/
http://www.gamerslove.com/
http://www.pspshare.org/

0 comments:

Post a Comment