PTC এর মাধ্যমে কিভাবে খুব সহজেই অনলাইনে কিভাবে আয় করা যায়,PTC সাইটগুলোর এক একটির কাজ করার পদ্ধতি এক এক রকম , তবে সবগুলোর মূলবিষয় মোটামুটি একরকম । অপনাকে প্রথমে রেজিস্টেশন করতে হবে তরপর এ্যাডগুলো দেখতে হবে এবং এরপর একটি Captcha/Word Verification হবে । তবেই আপনার এ্যাকাউন্টে টাকা জমা হবে । আর এভাবেই আপনি টাকা আয় করতে পারবেন। ।
এই পদ্ধতি আমি অপনাদের বোঝর সুবিধার জন্য Zap PTC এর রেজিস্টেশন, এ্যাডগুলো কিভাবে দেখতে হয়, Captcha/Word Verification কিভাবে করতে হয় সেটার Step-গুলো একটি Image আকারে নিচে দিলাম-

Steps
একই পদ্ধতিতে আপনি নিচরে PTC সাইটগুলোতে খুব সহজেই ঘরে বসে আয় করতে পারবেন ।সাইটগুলোতে যদি এখনই প্রবেশ করতে চান তাহলে Image-গুলোতে ক্লিক করুন ।





এছাড়াও আরও কয়কেটি সাইট নিচে দেওয়া হল । এই সাইটগুলোর পদ্ধতি একটু ভিন্ন ধরনের , তবে সেটা অনেক সহজ । আশা করি একবার দেখলেই পারবেন । সাইটগুলোতে যদি এখনই প্রবেশ করতে চান তাহলে Image-গুলোতে ক্লিক করুন ।

Important Notes About PTC Earning :
- একটি PTC সাইট maintain করলে মাস শেষে মোট আয় খুব বেশি করা যায় না , এজন্য মোটমুটি ১০-১৫ টা PTC সাইট maintain করলে মাস শেষে 100-500 $ (7000-35000 BDT) আয় করা সম্ভব ।
- Trusted PTC সাইট ছাড়া অ্যাকাউন্ট খুলবেন না ( উপরের সব PTC সাইট গুলো Trusted )
- সব PTC সাইট গুলোতে একই username, Password ব্যবহার করবনে না , এতে অ্যাকাউন্ট Hack হওয়ার সম্ভবনা থাকে ।
- একটি কম্পিউটার থেকে একটি PTC সাইটে একাধিক অ্যাকাউন্ট খুলবেন না , এতে উভয় অ্যাকাউন্ট Rejected হওয়ার সম্ভবনা থাকে ।
- শুধুমাত্র আপনার কম্পিউটার থেকে আপনার PTC সাইটের অ্যাকাউন্টে প্রবেশ করুন, একাধিক কম্পিউটার থেকে আপনার PTC সাইটের অ্যাকাউন্টে প্রবেশ করলে অ্যাকাউন্ট Rejected হওয়ার সম্ভবনা থাকে ।
- Shared ইন্টরনটে PTC – এর কাজ করবনে না । ( যেমন-Cyber Cafe / Centerl Computer Center etc.)
0 comments:
Post a Comment