Search This Blog

PTC সাইটগুলো থেকে টাকা আয় করার পদ্ধতি বিস্তারিত

Monday, August 22, 2011

PTC এর মাধ্যমে কিভাবে খুব সহজেই অনলাইনে কিভাবে আয় করা যায়,PTC সাইটগুলোর এক একটির কাজ করার পদ্ধতি এক এক রকম , তবে সবগুলোর মূলবিষয় মোটামুটি একরকম । অপনাকে প্রথমে রেজিস্টেশন করতে হবে তরপর এ্যাডগুলো দেখতে হবে এবং এরপর একটি Captcha/Word Verification হবে । তবেই আপনার এ্যাকাউন্টে টাকা জমা হবে । আর এভাবেই আপনি টাকা আয় করতে পারবেন। ।
এই পদ্ধতি আমি অপনাদের বোঝর সুবিধার জন্য Zap PTC এর রেজিস্টেশন, এ্যাডগুলো কিভাবে দেখতে হয়, Captcha/Word Verification কিভাবে করতে হয় সেটার Step-গুলো একটি Image আকারে নিচে দিলাম-



Steps
একই পদ্ধতিতে আপনি নিচরে PTC সাইটগুলোতে খুব সহজেই ঘরে বসে আয় করতে পারবেন ।সাইটগুলোতে যদি এখনই প্রবেশ করতে চান তাহলে Image-গুলোতে ক্লিক করুন ।
এছাড়াও আরও কয়কেটি সাইট নিচে দেওয়া হল । এই সাইটগুলোর পদ্ধতি একটু ভিন্ন ধরনের , তবে সেটা অনেক সহজ । আশা করি একবার দেখলেই পারবেন । সাইটগুলোতে যদি এখনই প্রবেশ করতে চান তাহলে Image-গুলোতে ক্লিক করুন ।

Incentria
Important Notes About PTC Earning :
  • একটি PTC সাইট maintain করলে মাস শেষে মোট আয় খুব বেশি করা যায় না , এজন্য মোটমুটি ১০-১৫ টা PTC সাইট maintain করলে মাস শেষে 100-500 $ (7000-35000 BDT) আয় করা সম্ভব ।
  • Trusted PTC সাইট ছাড়া অ্যাকাউন্ট খুলবেন না ( উপরের সব PTC সাইট গুলো Trusted )
  • সব PTC সাইট গুলোতে একই username, Password ব্যবহার করবনে না , এতে অ্যাকাউন্ট Hack হওয়ার সম্ভবনা থাকে ।
  • একটি কম্পিউটার থেকে একটি PTC সাইটে একাধিক অ্যাকাউন্ট খুলবেন না , এতে উভয় অ্যাকাউন্ট Rejected হওয়ার সম্ভবনা থাকে ।
  • শুধুমাত্র আপনার কম্পিউটার থেকে আপনার PTC সাইটের অ্যাকাউন্টে প্রবেশ করুন, একাধিক কম্পিউটার থেকে আপনার PTC সাইটের অ্যাকাউন্টে প্রবেশ করলে অ্যাকাউন্ট Rejected হওয়ার সম্ভবনা থাকে ।
  • Shared ইন্টরনটে PTC – এর কাজ করবনে না । ( যেমন-Cyber Cafe / Centerl Computer Center etc.)

0 comments:

Post a Comment